রিয়াদুল মামুন সোহাগঃ ২২ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় দৈনিক অন্যদিগন্ত পত্রিকায় এক আতিকের সর্বনাশ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকের নানা কুকীর্তিসহ,চাঁদাবাজি,দখলবাজি,ছায়াসঙ্গী ক্যাসিনো কাণ্ডে মূল হোতাদের ঘনিষ্ঠতা এবং টাকা নিয়ে পেশাদার অপরাধীর কাছে পদ-পদবী বিক্রির অভিযোগ উঠেছে।এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ একাধিক গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। গত (২২ অক্টোবর ) বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় দৈনিক অন্যদিগন্ত পত্রিকার সম্পাদকের মুঠোফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ হামলা, মামলা হুমকি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৫নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সৈয়দ রোকসানা ইসলাম চামেলি। হুমকির বিষয়ে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সাংবাদিক সমাজের আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অন্যদিগন্ত পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ।