চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে মো. জোবায়ের(২১)নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।এসময় তার কাছ থেকে ২৭ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার(১১ মার্চ)সন্ধ্যা পৌনে ৬টায় ওয়ার্ডের টোল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জোবায়ের কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসাইনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান,গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার টোল রোড এলাকা থেকে ২৭ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ মো. জোবায়েরকে গ্রেফতার করা হয়।পরে তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।