আকবরশাহ্ থানাধীন একাধিক মামলার দুর্ধর্ষ আসামী সাগর ও কিশোর গ্যাং এর প্রধান মহসীন অত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(পশ্চিম)বিভাগ।
আকবরশাহ্ থানাধীন একাধিক মামলার দুর্ধর্ষ আসামী সাগর(লাল সাগর গ্রুপের প্রধান লাল সাগর)এবং কিশোর গ্যাং এর প্রধান মহসীন কে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো চাপাতি,চাকু,ডাকাতির জন্য ব্যবহৃত দেশীয় অত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
গত ২৩/১০/২০২০ খ্রিঃ গভীর রাত ১২.২৫ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মনজুর মোরশেদ এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে ১৫ নং টিম এর এসআই (নিঃ)/মোঃ বদরুদ্দোজা ও সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকবরশাহ থানাধীন একাধিক মামলার দুর্ধর্ষ আসামী সাগর(লাল সাগর গ্রুপের প্রধান লাল সাগর) এবং কিশোর গ্যাং এর প্রধান মহসীনকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো চাপাতি, চাকু, ডাকাতির জন্য ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
আসামীরা দীর্ঘদিন যাবৎ আকবরশাহ থানাসহ মহানগরীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হিসেবে চুরি,ডাকাতি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।আসামীরা আকবরশাহ থানার গ্রফতারী পরোয়ানাভুক্ত আসামী।সাগর এবং মহসীনসহ ডাকাতি প্রস্তুতি গ্রহনকালে পলাতক আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো চাপাতি,চাকু,ডাকাতির জন্য ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করার বিষয়ে আসামীদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।