আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের পুকুর বালু দিয়ে ভরাট

0 ৭৯

লায়ন রাকেশ কুমার ঘোষ,আখাউড়া উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্বাস্হ্য কমপে্ক্সের পাশের পুকুর বালু দিয়ে ভরাট করছেন বড় বাজারের সভাপতি হাজী মোতাহার মিয়া।

আখাউড়া বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাম প্রকাশ অনিচ্ছুক উনি বলেন, বড়বাজারে খাদ্যগুদামের পুকুরটা সরকারি ছিল এখন উনি কিভাবে মালিকানা দাবি করে পুকুর ভরাট করছেন, এবং উনি যদি মালিক হয়ে থাকেন তবুও উনি পুকুর ভরাট করতে পারবেনা কারণ বাংলাদেশে সরকারি নিষেধাজ্ঞা আছে কোনো পুকুর ভরাট করা যাবে না, সরকারি অনুমতি ছাড়া।

ঐ এলাকার জনগোষ্ঠীরা বলেন এটা সরকারি খাল ছিল এ খালটি এবং এ খালের পানি তিতাস নদীর সাথে জড়িত ছিল, এখন লোকমুখে শুনি পুরো পুকুর বেচা কিনা চলছে, বুজিনা তারা কি ভাবে মালিক হলেন।

বড় বাজারের সভাপতি হাজী মোতাহার মিয়া কে অনেক খুজা খুজী করে না পেয়ে, উনার এ নাম্বারে ০১৭১২ – ৩৪৫৯৫০ একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি উনাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!