আখাউড়ায় সরকারি অর্থায়নে মরা হাওড়া নদী পুন: খনন ও ফসল রক্ষায় বেরি বাঁধ।

0 ১৯৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম মৌজায় বাংলাদেশ সরকারের ( বিএডিসির) অর্থায়নে প্রায় ১৫০০-২০০০ একর জমি বন্যা থেকে রক্ষা কল্পে ৪ কিলোমিটার বেরি বাঁধ পুন: সংস্কার করছে, সাথে পলি জমে ভরাট হওয়া দেবগ্রাম বিলের মধ্যে দিয়ে প্রবাহিত ” মরা হাওড়া” নদী ও পুন: খনন বাস্তবায়ন করছে৷ এ এলাকার সাংসদ, জনবান্ধব আইনমন্ত্রী অ্যাড্‌ভোকেট আনিসুল হকের নির্দেশে এটি বাস্তবায়ন করছে বিএডিসি৷ এ বিষয়টি তদারকি করছেন, আখাউড়া উপজেলার সুযোগ্য ইউএনও রোমানা আক্তার৷

এ জন্য সুবিধাভূগি এলাকাবাসী আইনমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, তারা আরও বলেন, মন্ত্রী মহোদয় যদি নিজ থেকে এ প্রকল্পটি তদারকি করেন তবে অত্র এলাকার অবহেলিত কৃষকদের প্রাণের দাবি এ অসমাপ্ত কাজগুলো দুর্নীতি মুক্ত ও সুচারু ভাবে সম্পন্ন হবে৷ তারা আরও আশা করেন, এ কাজগুলো যদি ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অনিয়ম না হয় তবে এলাকার কৃষকরা বেরি বাঁধ কাম রাস্তা দিয়ে সঠিক ভাবে নিজ নিজ কৃষি পণ্য নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারবে৷ এটি বাস্তবায়ন করলে জমিতে পানি সেচ করতে আর কোন সমস্যা হবে না৷

এলাকাবাসী মন্ত্রী মহোদয়ের নিকট আরও কয়েকটি আবদার রেখেছেন, সেটি হলো- মোগড়া ইউপির দুর্জয় নগরের নতুন ব্রীজ পর্যন্ত প্রায় ১০০ মিটার একটি বেরি বাঁধ পরিপূর্ণ ভাবে বেধে দিলে মানুষ হেটে যাতায়াত করতে পারবে ও দেবগ্রামের রাস্তার সংযোগ ব্রীজের সাথে একিভূত করে দিলে দেবগ্রামের সাধারন কৃষকরা ও উপকৃত হবে৷

এ ব্যপারে জানতে চাইলে , আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার বলেন, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের ঐকান্তিক চেষ্টা ও আন্তরিকতার ফলে এ মরা হাওড়া নদ পুন: খনন ও পুরাতন অকেজো বেরি বাঁধটি কেটে নতুন করে করা হচ্ছে ৷ এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনরুপ গাফিলতি বরদাস্ত করা হবে না৷ কাজ তার নিজেস্ব গতিতে চলবে৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!