
আখাউড়া পৌরসভার (৫ নং ওয়ার্ডের) সাবেক মেয়র মৃত হাসান খাঁনের বাড়ির মেইন গেইটের রাস্তা বহুদিন ধরে খুব খারাপ অবস্থায় ছিল। সাবেক মেয়রের বাড়ির রাস্তাটি দিয়ে আখাউড়া পৌরশহরের লোকজন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারা ও বরিশল গ্রামের লোকজন সহ প্রতি দিন হাজারো মানুষের যাতায়াত থাকে।
ঐ এলাকার জনগোষ্ঠীরা বলেন বহু বছর ধরে আমরা এ রাস্তার সমস্যায় ভগছি। আজ ২৬ জানুয়ারি রুজ বুধবার পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ( ৫ নং ওয়ার্ডের ) কাউন্সিলার শিপন হায়দারের বিশেষ তদারকিতে আজ রাস্তার মেরামতের কাজ শুরু করেন। রাস্তাটি মেরামত হওয়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসি সহ আখাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বড় বাজারের ব্যবসায়ী ও শান্তি নগর বাসি খুব খুশি।
কাউন্সিলার শিপন হায়দার বলেন আমি নির্বাচিত হওয়ার আগে থেকেই এই রাস্তাটা ভাঙ্গা, রাস্তাটি দেখে আমার খুব খারাপ লাগলো, তখন আমি মন স্থির করি আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই রাস্তার কাজ। শিপন হায়দার আরো বলেন আমার জন্য সবাই আর্শীবাদ ও দোয়া করবেন আমি যেন সবসময় সঠিক বাবে মানুষের সেবা করতে পারি।