উখিয়া প্রতিনিধি, উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন,উয়িন্ড সোয়েপ্ট বৃহত্তর বালুখালী, বালুখালীর ছড়া আলোকিত স্বপ্ন, শহীদ মহসিন কামাল জিহাদ স্মৃতি সংসদ, বালুখালী তরুণ ঐক্য পরিষদ।
উক্ত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা আর্থিক ভাবে সহায়তা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বি কে টিভির পরিচালক শামসুদ্দিন জিহাদিউক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক তারেক রহমান, দৈনিক লাল সবুজের বাংলা পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল, দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক শ ম গফুর, দৈনিক সকাল বেলা রহমান সীমান্ত সংবাদ কর্মী চট্টলা বাংলা সাংবাদিক আজিজুল হক।