![](https://www.dainikjagrotochattogram.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রামু প্রতিনিধিঃ আগামী রামুর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী যুবনেতা ওবাইদুল হক ফহিম নির্বাচন উপলক্ষে ৪ নং ওয়ার্ডের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করে।আজ শ্রত্রুবার ৬ নভেম্বর রাত ৮ ঘটিকার সময় হাইস্কুল পাড়া শহিদুল্লাহ দোকানে সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা সিনিয়র শিক্ষক নুরুল আলম সভাপতিত্বে ও কলিম উল্লাহ সোহেল সঞ্চলনাই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা শিক্ষক ছালামত উল্লাহ,মাষ্টার নুরুল হাকিম,মোঃ হাশেম,ছুরুত আলম,কালু,আব্দুল হাকিম,আবুল শামা,নুরুল ইসলাম,আব্দুর রহিম,জালাল উদ্দীন,আবুল হাসিম মোক্তার,মহিদ্দীন,মৌলনা ইউনুচ, ফরিদুল আলম,রিয়াজুল ইসলাম,ফরিদ,মিজান,আনু,মোঃ তারেক,আয়াতুল্লাহ,আব্দুল মালেক প্রমুখ।উক্ত মত বিনিময় সভাশেষে মোনাজাত পরিচালনা করেন অত্র অনুষ্ঠানে সভাপতি ও শিক্ষক নুরুল আলম।উল্লেখ্য কচ্ছপিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় সভায় আগামী ইউপি নির্বাচনে ওবাইদুল হক ফহিম মেম্বার প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।