সন্দ্বীপ আমানউল্লাহ ইউনিয়নের চেউরিয়া উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের আন্তঃ মিনি বার ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।৩ ফেব্রয়ারি শনিবার বিকেল ৩ টায় চেউরিয়া সরকারি বিদ্যালয়ের সামনে রাধা কৃষ্ণ মন্দির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমানউল্লাহর বিশিষ্ট সমাজকর্মী মাইনউদ্দীন ভূইয়া।বিশেষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইলিয়াছ সুমন।
সাংবাদিক পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আমানউল্লাহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম,সাংবাদিক মাহমুদুর রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবদুর রহিম হৃদয়,উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সভাপতি বাবর জামিল, সাধারণ সম্পাদক সজিব,অর্থ সম্পাদক রিপাত,উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের উপদেষ্টা উজ্জ্বল বণিক,কানু সুত্র ধর, কানাইশীল।
ফাইনাল খেলায় মেঘনা ও যমুনা দল প্রতিদন্ধিতাকরে এতে মেঘনা দল ২-০ গোলে যমুনা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ার হয়।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সেরা নির্বাচিত হন সঞ্জীব সুত্রধর।