বাদল রায় স্বাধীনঃ শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ’সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নন্দিত চলচিত্র অভিনেতা সুজাত শিমুল বলেন এ পত্রিকাটি কেবল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয় বরং পত্রিকাটি সন্দ্বীপে আলোর বিচ্ছুরণ ছড়িয়ে সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করছে। তিনি আরো বলেন পত্রিকাটির নামের সঙ্গে আলোর এক ধরণের প্রতিফলন দেখতে পাই। সেই ধারাবাহিতায় এ পত্রিকার মাধ্যমে অনেক লেখক ও সংবাদকর্মী সৃস্টি হচ্ছে।এটাই আলোর বিচ্ছুরণ।
অন্যান্য বক্তারা বলেন সমাজ বদলের চেতনাবোধ থেকেই পত্রিকাটির উদ্যোগে ২০১৩ সাল থেকে নিয়মিত সন্দ্বীপজুড়ে মেধাবৃত্তি প্রতিযোগিতা (৫ম শ্রেণি),২০১৪ সাল থেকে নিয়মিত সন্দ্বীপজুড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি),২০১৫ সাল থেকে নিয়মিত সন্দ্বীপজুড়ে হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি),২০১৮ সাল থেকে নিয়মিত সন্দ্বীপ থেকে মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান এবং ২০১৮ সাল থেকে চট্টগ্রামে কবি আবদুল হাকিম স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য় শ্রেণি-৫ম শ্রেণি) অনুষ্ঠিত হয়ে আসছে।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন ও আলোকিত সন্দ্বীপ পত্রিকার মগধরা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান ইমনের সঞ্চালনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সন্দ্বীপ টাউন শাখার হল রুমে আজ রবিবার ২ আগস্ট ২০২০ উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা সুজাত শিমুল।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর ইউপি চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান,আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী,মগধরা কলেজের প্রতিষ্ঠাতা কারিমুল মাওলা লিটন,আবুল কাসেম হায়দার মহিলা কলেজের অধ্যাপক মিজানুর রহমান,এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার,মগধরা কলেজের প্রভাষক মহি উদ্দিন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন,মাইটভাঙ্গা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,মাস্টার মোশাররফ হোসাইন নূর,মাস্টার রিদোয়ানুল বারী,সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন,সাপ্তাহিক উপনগরের নির্বাহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার,অনলাইন সন্দ্বীপ টিভির পরিচালক খোদাবক্স সাইফুল,সন্দ্বীপ ল’স্টুডেন্টস ফোরামের সহ-সভাপতি আসলাম হোসেন প্রিন্স,দৈনিক আলোর দিগন্তের বিশেষ প্রতিনিধি সবুজ দাস,দৈনিক আলোর দিগন্তের হালিশহর প্রতিনিধি প্রলয় দাস,অনলাইন সন্দ্বীপিয়ান টিভি’র পরিচালক মাইন উদ্দিন আল আকাশ প্রমুখ।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা.মোজাম্মেল হোসেন,ডা.পুষ্পেন্দু মজুমদার,মোবারক হোসাইন,নুর নবী রিয়াদ,নূর মোস্তফা আলী হাসান,আরফিন তৈয়ব,নাঈম সোহাগ,রেজাউল কবির সন্দ্বীপি,মাহামুদুল হাছান,জাবেদ উমর জয়,শরিফ উদ্দীন,আসাদুজ্জামান জাহিদ,ওসমান গাওহার,আদনান হাবিব মাসুম প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।