প্রিয় পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডের সর্বোস্তরের জনগন। আপনারা জানেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা হবে কিছুদিন পর। আর তার প্রেক্ষিতে প্রার্থীতা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। তাই আপনার সবাই চাচ্ছেন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতে। তারই ধারাবাহিকতায় পৌরসভা ১,২ও৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনেও আপনারা নিশ্চয় তেমন একজন যোগ্য প্রার্থী খুঁজছেন। সে সুবাদে আমরা এলাকার সচেতন জনগন আজ আপনাদের বিবেচনার জন্য একজন প্রার্থীর বিভিন্ন মানবিক গুনাবলী তুলে ধরলাম। আমাদের প্রার্থীর নাম পলি রানী নাথ। যার সহজ পরিচিতি তিনি সন্দ্বীপের বিশিষ্ট্য সাংবাদিক বাদল রায় স্বাধীনের সহ-ধর্মীনি।স্বামীর পরিচয় ছাড়া তার নিজস্ব গুনাবলী সে নিজেই একজন নীতি ও আদর্শের প্রতীক। বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের সাথে সে সম্পৃক্ত। মানবিক গুনাবলী ও দরিদ্র এবং অসহায় মানুষকে সহযোগিতা করা তার স্বভাবজাত ধর্ম। যদিও সে সহযোগিতার ব্যাপ্তি বিভিন্ন সীমাবদ্ধতার কারনে বেশী দুর ছড়িয়ে দিতে পারেনি ভালো কোন প্লাটফর্মের অভাবে। তবুও তার নিজস্ব চেষ্টা থেকে তিনি যা করেছেন তার ফলাফল স্বরুপ তিনি সিপিপি’র পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কার গ্রহন করেছেন জাতীয় পর্যায়ে গিয়ে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে। যেখানে সন্দ্বীপের নারীরা বিভিন্ন প্রতিকুলতার কারনে নিজেদের গুটিয়ে রাখেন সে জড়তা ডিঙ্গিয়ে তিনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত করেছেন নিজেকে। প্রতিটি জাতীয় দিবস ও সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি তাকে অন্যদের চেয়ে আলাদা ভাবে ভাবতে শেখায় আমাদের।সে মানুষকে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারলেও মানষিক সাপোর্ট দিয়ে মনোবল দৃঢ় রাখতে সহযোগিতা করে। সদা হাস্যোজ্বল ও নিরঅহংকারী এ নারী ধর্ম, বর্ন, ধনী,গরীব নির্বিশেষে সকলকে সমান দৃষ্টি ভঙ্গিতে দেখে বা মানুষ হিসেবে সবাইকে যথাযথ মুল্যায়ন করতে কার্পন্য করেনা।তাই এমন একজন নারীকে মুল্যায়ন করে তাকে আলোকবর্তিকা হিসেবে সমাজের বিভিন্ন নিস্পেষিত, নির্যাতিত ও দারিদ্রতার অাঘাতে জর্জরিত মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখার সুযোগ করে দিলে সে সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবে বলে আমাদের বিশ্বাস। অতএব আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আমরা পলি রানী নাথ কে কমিশনার হিসেবে নির্বাচিত করতে আপনাদের মুল্যবান রায় ও মতামত প্রত্যাশা করছি। পরবর্তী পোস্টে আমরা তার নির্বাচনী প্রতিশ্রুতি আপনাদের কাছে তুলে ধরবো।
প্রচারে : পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডের সচেতন জনগন