আ জ ম নাছির সফল মেয়র: চসিক প্রশাসক

0 ১৪৩

আব্দুল করিম,চট্রগ্রামঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সফল ও ক্রিয়েটিভ মেয়র বলে মন্তব্য করেছেন চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।শনিবার(২২ আগস্ট)নতুনধারার ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজন এই মন্তব্য করেন।এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।দুই নেতা একসঙ্গে কেক কাটেন এবং একে অপরকে কেক খাইয়ে দেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর চট্টগ্রাম ব্যুরো চিফ সামশুদ্দিন ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে খোরশেদ আলম সুজন বলেন,পত্রিকার পেজ হচ্ছে বাজার।এই বাজারে যত বেশি ভাল পণ্য থাকবে তত বেশি সেই বাজারে মানুষের ভিড় থাকবে,বেচাকেনা বাড়বে।বিজনেস স্ট্যান্ডার্ডকে তেমন একটি পত্রিকা উল্লেখ করে সুজন বলেন,এই পত্রিকায় কনটেন্ট আছে,আছে পেশাদারিত্ব।এই পেশাদারিত্ব বজায় থাকলে পত্রিকাটি অনেকদূর যাবে বলেও মন্তব্য করেন সুজন।

তিনি বলেন,‘ফেস ইনডেক্স দ্য মাইন্ড’।মানুষের মুখচ্ছবি দেখলে বুঝা যায়,মানুষটির ভেতরে কী আছে।ঠিক একইভাবে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কী আছে তা প্রথম পৃষ্ঠা দেখলেই বুঝা যায়।সাবেক মেয়র আ জ নাছির উদ্দীন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন,কেএসআরএম’র ডিএমডি শাহরিয়ার জাহান,রিজেন্ট এয়ারওয়েজের ডিএমডি সালমান হাবিব,এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত,চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল।এছাড়াও এতে চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক,পাঠাগার সম্পাদক রাশেদ মাহমুদ,নির্বাহী সদস্য স ম ইব্রাহিম,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপাতি মোহাম্মদ আলী,সাবেক সভাপতি মোস্তাক আহমদ,একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার,জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন,বাংলাভিশন ব্যুরো প্রধান নাসির উদ্দীন তোতা,আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ,দীপ্ত টিভির বিভাগীয় ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা,প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মাসুদ মিলাদ,কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!