ইজারা প্রথা বাতিল করে কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাট উম্মুক্ত করার দাবিতে ১৩ ফেব্রুয়ারী স্মারক লিপি প্রদান।

0 ২১৫

ইজারা প্রথা বাতিল করে বাংলাদেশের অন্যান্য নৌ রুটের মতো কুমিরা- গুপ্তছড়া নৌ রুট উম্মুক্ত করার দাবিতে সন্দ্বীপ এসোসিয়েশান ও সন্দ্বীপ এডুকেশন সোসাইটির উদ্যোগে গতকালে ৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৬ টায় এসোসিয়েশনের সভাপতি এডভোকেট এম এ বারীর সভাপতিত্বে চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসিদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আহসান সুমন, এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ কাশেম, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মুছাপুর সমিতির সভাপতি জনাব সামসুল আলম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মনজুর আলম, সোসাইটির সদস্য সচিব জনাব শাহজামান আরজু, সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির ম্যানেজার, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল মাওলা রিপন,, সম্পাদক ফরহাদ আব্বাস, আবদুল হান্নান, বাবর উদ্দীন সাগর, কার্যকরী কমিটির আবুল বসার, সহিদুল ইসলাম ভুইয়া, সোসাইটির সদস্য আলতাফ হোসেন, আবুল মহসিন, কার্গিল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর সাইফুর রহমান লিংকন, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর যুগ্ম আহবায়ক রেফায়েত হোসেন, লায়ন্স ক্লাব চট্টগ্রাম সন্দ্বীপ এর জিয়াউদ্দিন সোহেল, সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশন জেলা সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমন, লিও ক্লাব অব ইমারজিং সন্দ্বীপ এর সভাপতি শহিদুল আলম সুমন, দ্বীপের কথা নিউজ পোর্টাল এর শামসুদ্দিন শামসু, , অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সংগঠক প্রকৌশলী শামসুল আরেফিন শাকিল, ইয়থ ক্লাবের মাহবুল মাওলা, চট্টগ্রাম কলেজ সন্দ্বীপ স্টুডেন্টস ফোরামের সভাপতি ইকবাল ইবনে মালেক, এশিয়ান টিভি’র সন্দ্বীপ প্রতিনিধি ইব্রাহিম অপু, জিয়াউর রহমান জলসা প্রমুখ।
সভায় উপস্থিত সকলে কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী ভাড়া ও মালের ভাড়া এবং ঘাট ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, কুমিরা-গুপ্তছড়া নৌ রুটের মালিক বিআইডব্লিউটিএ। সরকার এই রুটে চলাচলের জন্য ৩৩ কোটি ব্যয়ে একটি নতুন জাহাজ দিয়েছে। যাত্রী উঠানামাতে বিড়ম্বনা, পারাপারে দীর্ঘ সুত্রিতা ও জেলা পরিষদের ইজারাদারের সাথে যোগসাজশে বিআইডব্লিউটিসি’র জাহাজ প্রায় বন্ধ থাকে। চট্টগ্রাম জেলা পরিষদ নৌ পথে যাত্রী পারাপারের বৈধ কোন সংস্থা না হয়েও সরকারি সকল নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধভাবে সন্দ্বীপবাসিদের প্রধান নৌঘাট কুমিরা-গুপ্তছড়া নৌ রুটে বিগত ১১ বছর যাবত দৈনিক খাস কালেকশনের নামে ব্যক্তি বিশেষকে নিয়োগের মাধ্যমে যাত্রী পারাপারের কিছু অত্যাচারী সিন্ডিকেট তৈরি করেছে এবং মলোপলি ব্যবসার মাধ্যমে সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রেখেছে। চট্টগ্রাম জেলা পরিষদের নিয়োগকৃত ব্যক্তিগন তাদের ইচ্ছামাফিক মাত্রাতিরিক্ত যাত্রী ভাড়া ও মালের ভাড়া নির্ধারন করে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই দেশের অন্যান্য নৌ রুটের মতো প্রতিযোগিতা মুলক যান চলাচলের ব্যবস্থা চালুর জন্য একক ইজারা প্রথা বাতিল করে ঘাট উম্মুক্ত করার দাবি জানানো হয়। সভায় উপস্থিত সকলে এই দাবি পুরনের লক্ষে সন্দ্বীপের মানুষকে সাথে নিয়ে তীব্র গনআন্দোলন গড়ে তোলার জন্য মত প্রকাশ করেন।

সভায় কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাট উম্মুক্ত করার দাবিতে প্রাথমিকভাবে আগামী ১৩ ফেব্রুয়ারী ‘২২ রবিবার দুপুর ১২ টায় চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!