ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান প্রচার হবে এই দেশটিতে

0 ২১৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইক থেকে আজান প্রচার করার অনুমতি পেয়েছে কানাডার মসজিদগুলো। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেয়া হয়েছে। খবর আনাতোলি বার্তা সংস্থা

এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। সব অঞ্চলের পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয়েছে। হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়েদ তরা বলেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক।

তবে এই অনুমতি দেয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষে এবং রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না। তবে রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এ ছাড়া, শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!