চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় ইয়াবাসহ আরিফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানার একটি বিশেষ টিম।
বিশেষ এই টিমে ছিলেন এস আই সোহেল মাহমুদ,এ এস আই জুলফিকার,এ এস আই জুয়েল,এ এস আই ওয়াহিদ,এ এস আই লুৎফর,এ এস আই সহিদ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এই টিম এই অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে সন্দ্বীপ থানার এস আই সোহেল মাহমুদ বলেন,কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে ইয়াবাসহ।থানায় মামলা হচ্ছে।