ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত।

0 ১০২

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ৬ মাসের স্থগিতাদেশ দেন।

এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে গত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!