ঈশ্বরদীর দাশুড়িয়াতে নারী নির্যাতন, সন্ত্রাস ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

0 ১৮০

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে নারী নির্যাতন, সন্ত্রাস ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে নভেম্বর) বিকালে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বিট নং ৭ পুলিশিং এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী -আটঘরিয়া) সার্কেল ফিরোজ কবির, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং বিট আফিসার এসআই আলমগীর হোসেন, সহকারী বিট অফিসার এএসআই সরোয়ার আলম ও এএসআই আসীম কুমার। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও গুজবের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও সমাবেশে জানানো হয়। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, ইউনিয়নের বিভিন্ন কর্মচারী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিট ৭ নং পুলিশিং

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!