নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া থানা পুলিশ কর্তৃক ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ২১/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ০১:৩৫ ঘটিকার সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানা এলাকা হতে গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল উদ্দিন (৪৪), পিতা- মৃত রশিদ আহম্মেদ,সাং-তুতুরবিল ঘোনারপাড়া,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ৬০০(ছয়শত) পিচ ইয়াবা (মাদক) ট্যাবলেট ও পরবর্তীতে রাত অনুমান ০২:১৫ ঘটিকার সময় উখিয়া থানা এলাকার উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতারকৃত আসামী ০১।
মোহাম্মদ হোসাইন(২৮),পিতা-আছহাব মিয়া,সাং- আদর্শ পাড়া,২।আবু হানিফ(২২),পিতা-আঃ হাকিম, ৩।মোঃ আসিফ(১৯),পিতা-মোঃ ইউসুফ আলী, উভয় সাং- চুনতি হাদুর পাড়া,সর্বথানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রামগনের হেফাজত হতে ৪০০০(চার হাজার)পিচ ইয়াবা(মাদক)ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।