আশরাফুল ইসলাম শাহীনঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও ৬ নং বাঁশবাড়িয়া চেয়ারম্যান মহোদয় নিকট আকুল আবেদন ও দৃষ্টি আকর্ষণ করছি।চট্টগ্রাম সীতাকুণ্ড বাঁশবাড়িয়া আকিলপুর সমুদ্র সৈকত হয়ে উঠেছে বাংলাদেশের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান।দেশের আনাচেকানাচে থেকে আসতে শুরু করেছে হাজারো দর্শনার্থী আকিলপুর সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য।কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে,আকিলপুর সমুদ্র সৈকতের বেরিবাধের বিভিন্ন স্থানে ভাঙ্গন ধরেছে।অতি শীঘ্রই বেরিবাধের মেরামত না করলে ভাঙ্গন ব্যাপক আঁকার ধারণ করবে।আকিলপুর তথা বাঁশবাড়ীয়ার মানুষকে জোয়ারের পানি থেকে বাঁচাতে এবং আকিলপুর সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষার্থে বেরিবাধ মেরামত করা অতীব জরুরী।অতএব চেয়ারম্যান মহোদয়ের নিকট আকুল আবেদন বেরিবাধের মেরামত কাজের ব্যবস্থা করে আকিলপুরবাসীর জান মালের রক্ষা করলে আকিলপুর বাসী উপকৃত হবে।