
লক্ষ্মীপুর জেলা ব্যুরো: লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে থানার ১৩ নং দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের দানশীল ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইকবাল হোসন।তিনি একজন সৎ ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক কার্যক্রমের সাথে জড়িত এবং মসজিদ মাদ্রাসা ও এতিমখানা ফোরকানিয়া এ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ও তিনি জড়িত।বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি যান এবং ভাল-মন্দ খোঁজখবর নেন।কোন সমস্যা থাকলে তিনি নিজ উদ্যোগে সমাধান করেন।এতিম বাচ্চাদের প্রতি তাহার নেক দৃষ্টি দেন এবং আর্থিক সহযোগিতা করেন ইকবাল হোসেন। ঢাকা অধীনস্থ চন্দ্রগঞ্জ থানা সমিতির আহবায়ক তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত তিনি সকলের কাছে একজন বিশ্বাসী ও আস্থা ভাজন।তিনি তাঁহার দায়িত্ব সততার ও নিষ্ঠার সহিত পালন করেন,তিনি কর্ম বিশ্বাসী লোকদের কে ভালোবাসেন, তিনি কিছুদিনের ভিতরেই এলাকার ও দিঘলী ইউনিয়নের সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন । মহামারী করোনা মুহূর্ত তিনি বসে থাকেন নাই দানের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতি এলাকার লোকজনের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন । তাহার এ দানের মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়েছে।তিনি এখনো থেমে নেই দৈনিক মাতৃ জগত প্রতিনিধি দানের বিষয় জানতে ছাইলে তিনি বলেন এসব প্রতিষ্ঠান ও সামাজিক ভাবে দান করতে আমার ভালো লাগে।আল্লাহ আমাকে দিয়েছে তাই আমি দিতে পারি এবং দিয়ে যাবো ইনশাআল্লাহ।এই দান আমি অব্যাহত রাখবো যত দিন বেঁচে থাকি আছি।