ক্যারিয়ারের সেরা বোলিং করলেন আজ এবাদত হোসেন।বাংলাদেশের এই ফাস্ট মিডিয়াম বোলার এখনও পর্যন্ত খেলেছেন ১১ টেস্ট।এর মধ্যে তার সেরা বোরিং ৯১ রান দিয়ে ৩ উইকেট।প্রায় প্রতিটি ম্যাচেই একটু খরুচে বোলার তিনি।যে কারণে সমালোচনারও শেষ ছিল না।যদিও নির্বাচকরা বারবার টেস্টে তার ওপরই আস্থা রাখছিলেন।
অবশেষে সেই আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এই পেসার।১৭ ওভার বল করে ৩৯ রান দিয়ে তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের চারটি উইকেট। এখনও পর্যন্ত যা তার ক্যারিয়ার সেরা।কিউইদের যে ৫ উইকেট পড়েছে তার চারটিই নিলেন এবাদত।বাকি ৫ উইকেটের মধ্যে একটি নিতে পারলেও ক্যারিয়ারে প্রথম ফাইফার নেয়ার কৃতিত্ব দেখাবেন তিনি।এবাদতকে এই জায়গায় আসতে অনেক কষ্ট,অনেক সংগ্রাম করতে হয়েছে।সে সময়টার কথাই আজ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে উল্লেখ করলেন দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস।
সংবাদ সম্মেলনেই লিটনের কাছে জানতে চাওয়া হয়,এবাদতের বোলিং এভারেজ অনেক হাই ছিল,সেটি নিয়ে দলের ভেতর কোন হতাশা কাজ করছিল কি না?জবাব দিতে গিয়ে কিছু অপ্রিয় সত্য কথা তুলে এনেছেন লিটন।খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেয়ার দাবিও তুলেছেন তিনি।
লিটন দাস বলেন,‘দেখেন ভাইয়া, আমি যখন প্রথম প্রথম ক্রিকেট শুরু করেছিলাম,আমার পারফরম্যান্স কিন্তু ততোটা ভাল ছিল না।ইনফ্যাক্ট বাংলাদেশে এখন যে দলটা খেলছে,সবারই যে পারফরম্যান্স খুব একটা ভাল তা কিন্তু না।তাই প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে।একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন টেস্ট খেলি,কতদিন পরপর খেলি?’
পরক্ষণেই এবাদতকে নিয়ে কথা বলেন লিটন।তিনি বলেন, ‘সে(এবাদত)একটা ফরম্যাটেই খেলে,অনেক সময় বাংলাদেশে খেলা হলে খেলে,আবার না হলে খেলে না।সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে একটা পেস বোলারের জন্য সবসময় সব কিছু অনুকূলে থাকে না।হ্যাঁ তার হয়তো এভারেজটা একটু বেশি,ইকোনোমি একটু বেশি ছিল,কিন্তু তার যে যোগ্যতা আছে,সে যে ভাল বোলার সেটি সে আজ প্রমাণ করেছে।সামনেও সে প্রমাণ করবে,এই বিষয়ে আমি বেশ আশাবাদী।’