এমপি মিতাকে হত্যাচেষ্টার মামলায় স্প্রিডবোট ড্রাইভার গ্রেফতার।

0 ৮৭৫,৫২১

চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনের বার বার নির্বাচিত সাংসদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতাকে নদীতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার সকালে সন্দ্বীপ চ্যানেলে এই ঘটনা ঘটে।এই ঘটনায় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত স্প্রিডবোট ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাংসদ মাহফুজুর রহমান মিতা ও দলীয় কয়েকজন নেতা কুমিরা ঘাট থেকে লালবোটে করে জাহাজে উঠার জন্য রওনা দেয়।লাল বোটটি খালের মুখ থেকে বের হয়ে উত্তাল অংশে প্রবেশ করার পর কিছু দূরে থাকা একটি সার্ভিস বোটের আড়াল থেকে ঘাটের স্পিড বোট চালক অভিরাম দাস হঠাৎ একটি স্পিড বোট এসে এমপিকে বহনকারী লাল বোটের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।

এতে সাংসদ মাহফুজুর রহমান মিতাসহ তার সাথে লোকজন ছিটকে বোটের নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়।পরে স্থানীয়রা স্পিডবোট চালক অভিরাম দাসকে আটক করেছে।এই ঘটনায় বোটে থাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মাহফুজুর রহমান সুমন বলেন,আমরা নদীর উত্তাল অংশে প্রবেশ করার পর আড়াল থেকে হঠাৎ একটি স্পিড বোট আমাদের দিকে ছুটে আসছিল।আমরা স্পিড বোট চালককে নানাভাবে সংকেত দেওয়ার পরেও সে এসে আমাদের লাল বোটের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।এতে মাননীয় সাংসদসহ আমরা আঘাতপ্রাপ্ত হই।আমরা ধারণা করছি এই ঘটনা আমাদের হত্যার উদ্দেশ্যে করা হয়েছে।তাই আইনের আশ্রয় নিয়েছি।পুলিশ তদন্ত করে আসল রহস্য বের করবে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কবির হোসেন পিপিএম জানান,এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি।অভিযুক্ত আমাদের হেফাজতে রয়েছে।আমরা জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় নেব।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে।সন্দ্বীপের সাধারণ মানুষ,নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে।কেউ লিখছে এটা এমপিকে হত্যা করার ষড়যন্ত্র,কেউ লিখছে সুষ্ঠ তদন্ত চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!