রামু প্রতিনিধিঃ রামুর কচ্ছপিয়া ইউনিয়নকে মাদকমুক্ত সমাজ বিনির্মানের খেলাধুলায় বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে।কক্সবাজার সদর রামু-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলে নির্দেশে প্রতি বারে মত ২য় তম এম সেলিম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ ইং আয়োজন করা হয়েছে।উক্ত খেলায় আর্কষণীয় পুরষ্কার থাকবে চ্যাম্পিয়ন বিশ হাজার ও রানার্স দশ হাজার টাকা ঘোষণ দেওয়া হয়।কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে ৩৬ টি টিম অংশ গ্রহণ করা হয়েছে।
ঈদগড় ছাত্র সংসদ খেলোয়াড় একাদশ-১
কাউয়ারখোপ খেলোয়াড় একাদশ-১
এম সেলিম খেলার প্রতিষ্টাতা ইউনিয়ন যুবলীগে যুগ্ম-আহবায়ক এম সেলিম সভাপতিত্বে ও ইউনিয়ন সিনিয়র সদস্য ৩নং সভাপতি আবদুর শুক্কুর এর সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থথিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগ্রামী আহবায়ক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগে সদস্য ৪নং ওয়ার্ড়ে সম্ভব্য মেম্বার প্রার্থী ওবাইদুল হক ফহিম,ইউনিয়ন কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল, ১নং সভাপতি শাহাজান,সাধারণ সম্পাদক ভুট্টো,২নং সভাপতি আবুল মনছুর রানা সাধারণ সম্পাদক এফাদুল্লাহ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম,৪নং সভাপতি ইউনুচ সাধারণ সম্পাদক মোঃইসলাম,৫নং সভাপতি মোঃ তৈয়ব উল্লাহ সাধারণ সম্পাদক শফি আলম,৬নং সভাপতি জসীম উদ্দীন,সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, ৭নং সভাপতি মোঃ রহিম সাধারণ সম্পাদক মোঃ জসীম ৮নং সভাপতি জাহিদুল ইসলাম নয়ন,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৯ং সভাপতি মোঃ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাউয়ারখোপ খেলোয়াড় একাদশের খেলোয়াড় মেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।আজ খেলা রেফারি হিসেবে ছিলেন মিল্টন বিশ্বাস সহকারি মোঃ শফি ও কলিম উল্লাহ।
আজ ১৮ তম খেলার এক দিকে অংশ গ্রহণ করেন ঈদগড় ছাত্র সংসদ খেলোয়াড় একাদশ-১ বনাম কাউয়াখোপ খেলোয়াড় একাদশ-১ খেলা ড্র হওয়া পরে। ট্রাইবেগার যাওয়ার দুুই পক্ষ নয় খেলোয়াড় মারা পরেও সমান হওয়াতে আর মাগরিফে আযান দেওয়ার পরে মাঠ অন্ধকার হয়ে যাওয়াতে খেলার দিন তারিখ পরিবর্তন করা হয়েছে।আগামী ১৯/১০/২০২০ ইংরেজী রোজ সোমবার গর্জনিয়া বাজার ব্রীজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত দুইটি খেলা দেখার সকল ক্রীড়া পাগল দর্শক বৃন্দকে সাদর আমন্ত্রণ রহিল।