এ বি এম আবুল কাশেম মাস্টারের প্রতি বিনম্র শ্রদ্ধান্জলী জানান মীর আহমেদ খোকন।

0 ১৯১

জসিম উদ্দিন রুবেলঃউত্তর চট্টলার গনমানুষের অবিসংবাদিত নেতা,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সীতাকুন্ড-উত্তর পাহাড়তলী-উত্তর কাট্টলী থেকে নির্বাচিত সাবেক সফল সাংসদ,বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সফল চেয়ারম্যান মরহুম এ বি এম আবুল কাশেম মাষ্টার স্যারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ৯ নং ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মীর আহমেদ খোকন পক্ষ হতে শ্রদ্ধান্জ্ঞলী নিবেদন করেন।এসময় আরো উপস্থিত ছিলো ৯নং ওয়ার্ড যুবলীগ,আকবরশাহ থানা এবং ৯ নং ছাত্রলীগের নেতৃবৃন্দ।এই সময় জাগ্রত চট্টগ্রাম প্রতিনিধি কে ০৯নং ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর আহমেদ খোকন বলেন ভঙ্গুর জমিকে করেছেন উর্বর,তিক্ত রাজপথকে করেছেন সিক্ত,আজ লাখো অনুজ চরে বেড়ায় তৃনমূল লোকালয়ে,বাংলাদেশ আওয়ামী পরিবারের ব্যানার পোস্টারের বাহিরে যে কজন অর্জন করেছেন গন মানুষের নেতার মুকুট তাদের মধ্যে আপনি একজন।হে শ্রদ্ধেয় নেতা আপনার নামের থেকে কর্মের গান বেশী।আপনার কর্মই করেছে আপনাকে অমর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!