কক্সবাজারের ঈদগাঁওতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা একদল চোর।
রোববার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের গরুর বাজার সংলগ্ন জাগির পাড়ায় এ ঘটনা ঘটে। জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার পশু ব্যবসায়ী নুরুল হুদা ওই মহিষ দুটোর মালিক।
তিনি জানান, রাতের কোন একসময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে মহিষগুলো নিয়ে যায়। মহিষ দুটির আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষাধিক টাকার মত হবে তিনি জানান। সম্প্রতি ঈদগাঁওতে গরু চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে।
জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত, তবে ভূক্তভোগী এখনো থানায় অভিযোগ করেনি। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।