কক্সবাজার উত্তর বনবিভাগ ও ফাঁসিয়াখালী সিএমসি’র উদ্দোগে আন্তজার্তিক জীববৈচিত্র্য দিবসের আলোচনা সভা সম্পন্ন
ইউএসএআইডি’র ইকোলাইফ প্রকল্পের অর্থায়নে, কক্সবাজার উত্তর বনবিভাগ এবং নেকম’র সহযোগিতায় যৌথভাবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে।
২৪ মে (মঙ্গলবার) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোস রায়।
সাইদুর রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজ অধ্যক্ষ ও ফাঁসিয়াখালী সিএমসি সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
এতে প্রকল্প উপ পরিচালক ড. শফিকুর রহমান আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শন করেন।
আলোচনা সভায় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর,মেদাকচ্ছপিয়া সিএমসি সহ-সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, ইকো লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম বক্তব্য রাখেন।
এসময় সাইট অফিসার সিরাজুম মুনির, ফিল্ড অফিসার মোঃ ফারুক,মেদাকচ্ছপিয়া ট্রেজারার আকতার কামাল,ফাঁসিয়াখালী,মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা,সিএমসির সদস্যবৃন্দ,স্থানীয় বন নির্ভরশীল জনগোষ্ঠী,শিক্ষার্থী এবং সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে বর্ণাঢ্য র্যালী এবং সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।