আব্দুল করিম,চট্টগ্রাম প্রতিনিধি: কখনও তিনি সাংবাদিক, কখনও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা, কখনও আবার গোয়েন্দা পুলিশ। আসলে তিনি একজন প্রতারক। নানা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে থাকেন তিনি। এ অভিযোগে মাসুদ রানা (৩৫) নামে ঐ প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার থেকে একটি নকল পিস্তল, এক সেট ওয়াকিটকি, চাকু, পত্রিকার আইডি কার্ড, পাসপোর্টসহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার করেছে র্যাব সদস্যরা।গতকাল বুধবার র্যাবের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়। আটক মাসুদ রানা নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার ওমর ফারুকের ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, মাসুদ রানা নিজেকে ভোরের জানালা পোর্টালের হালিশহর প্রতিনিধি বলে নিজেকে পরিচয় দিয়েছেন। র্যাব সদস্যরা তার কাছ থেকে ওই পত্রিকার একটি আইডি কার্ডও উদ্ধার করেছে। তিনি সাংবাদিক, বন্দর কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিলেন। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।