করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলেন আড়াই বছরের ফারিয়া

0 ২৩০

নাসির উদ্দিন চট্টগ্রামঃ ৬ জুলাই ২০২০ ইং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হল রাউজানের আড়াই বছরের ছোট্ট শিশু ফারিয়া।করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও পা ফুলে যাওয়ায় তার ঠাঁই হয় নি কোথাও।প্রথমে টেক্সটাইলের একটা হাসপাতালে, তারপর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ও এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৌঁড়াদৌঁড়ি করেও ভর্তি নিচ্ছে না কেউ।পরে উপস্থিত সাংবাদিকদের চাপের মুখে চমেকের কর্তব্যরত চিকিৎসক ৯ নং শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বলে।বাবা দৌঁড়েদৌঁড়ে ৯ নং ওয়ার্ডের দিকে ছুটতে থাকেন অবুঝ শিশুকে কাঁধে নিয়ে। কিন্তু শিশু ওয়ার্ডের ভিতর আর ঢুকতে দেয় নি ফারিয়া। বাবার কাঁধেই না ফেরার দেশে চলে যায় সে।বাবা মার আদরের সন্তানের মৃত্যুটা কোনক্রমেই মেনে নিতে পারছেন না। উপস্থিত সাংবাদিকরাও বাকরুদ্ধ হয়ে পড়েন।তখনও ছোট্ট ফারিয়ার তুলতুলে নখে লাগানো ছিল তার সাধের নেইলপলিশ‌, এইভাবে আর কত মায়ের কোল খালি করবে মহামারী করোনা, ফারিয়ার বাবা মায়ের দাবি আমার সন্তানের মত আর কারো সন্তান যেন এভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢেলে না পড়ে, এটাই আমাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!