কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ব্যাচ,”অপরাজিত-২০১৮” এর ইফতার ও মাস্ক বিতরণ।

0 ১৮৭

মোস্তফা চৌধুরীঃ “বর্তমানে দেশে সর্বাত্মক লকডাউন কার্যকর হচ্ছে। হয়ত,এই লকডাউন আরও বাড়তে পারে। লকডাউন কারণে সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুরা অনাহারে দিন কাটাচ্ছে। আবার,অনেকেই না খেয়ে রোজা রাখছেন। আমরা কি পারিনা,তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে? আমরা কি পারিনা,একজন রোজাদারকে ইফতার করাতে? নিশ্চয়ই,পারি”

এই গুটিকয়েক বাক্যকে ধারণ করে “অপরাজিত-২০১৮” সিদ্ধান্ত নেয় গরীব-দুঃখীদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করবে। শুরু হয় বন্ধুদের থেকে চাঁদা সংগ্রহ। সাতদিনের চাঁদা সংগ্রহ শেষে,আজ ১৭ রমজান,রোজঃ শুক্রবার সকাল থেকে “অপরাজিত-২০১৮” র সদস্যরা ইফতার তৈরিতে লেগে পড়ে। বিকেল তিনটে থেকে শুরু হয় প্যাকেটিং। প্যাকেটিং শেষে,কয়েকদলে ভাগ হয়ে,চট্টগ্রাম আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অলি-গলিতে গরীব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করে “অপরাজিত-২০১৮”। উক্ত আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে ব্যাচের আহবায়ক মো.কামরুল ইসলাম সহ সকল সদস্য সার্বিক ভাবে সহায়তা করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!