ঝালকাঠির কাঠালিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়,বিকল্প কর্মসংস্থানের জন্য ইলিশ আহরণকারী জেলেদের মাঝে উপকরণ (বকনা বাছুর)বিতরণ করা হয়েছে।আজ রোবরার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মৎস্য বিভাগের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন,প্রেসক্লাবের সভাপতি কাজল সিকদার,উপকারভোগী জেলে ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০জন জেলেকে উপকরণ হিসেবে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।