কাম্পানীগঞ্জ বাজার ত্রিশ বছরের দখল কৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ।

0 ২২৯

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাম্পানীগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলা পরিষদ। এসময় জলা পরিষদের ১ একর ৯৯ শতক জায়গায় দখল করে থাকা ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যারা তাদের স্থাপনা সরায়নি তাদের অবৈধ স্থাপনা সমূহ ভেকু দিয় ভেঙ্গে দেয়া হয়। এর পূর্বে অনেক দখলদার তাদের স্থাপনা স্ব-উদ্যাগ সরিয়ে নেন। উছেদ অভিযানে পরিচালনা কালে উপস্তিত ছিলেন, জেলা পরিষদর চয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল আবু তাহের, জেলা পরিষদর প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, মুরাদনগর উপজলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ, জলা পরিষদর সদস্য ভিপি জাকির হাসেন, নজরুল ইসলামসহ আরা অনক। উচ্ছেদ কৃত স্থাপনার বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০ কাটি টাকা বলে জানান জেলা পরিষদের কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়ছে বলেও জানান তারা। এদিক এই উচ্ছেদ অভিযান আদালতের নিষধাজ্ঞা এবং বৈধ মালিকানার কাগজ পত্র থাকা সত্ত্বও অনেকের ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়ছে বলেও ক্ষতিগ্রস্ত অনকে অভিযাগ করেন। তবে, বৈধ কাগজ পত্র আছে এমন কারাে স্থাপনা ভাঙ্গা হলে তাদের ক্ষতিপুরণ দেয়া হবে বলে জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হলাল উদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!