জসিম উদ্দীন,চট্টগ্রামঃ ইয়াবাসহ পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে যান। প্রতিবারই ছাড়া পেয়ে পুনরায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।
এমন দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) পলিটেকনিক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী হলো-বাকলিয়া থানাধীন বউবাজার এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে মো. মনির হোসেন প্রকাশ কেহেরমান (২৭) ও একই এলাকার আবদুল মোতালেবের ছেলে মো. মামুন (২৩)
ওসি প্রনব চৌধুরী বলেন, গ্রেফতার মো. মনির হোসেন প্রকাশ কেহেরমানের বিরুদ্ধে মোট ছয়টি ও মামুনের বিরুদ্ধে মোট তিনটি মাদকের মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, গ্রেফতার দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পুলিশের হাতে গ্রেফতার হয়ে এর আগেও কারাগারে গেছে। প্রতিবারই কারাগার থেকে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।