কুখ্যাত মাদক ব্যবসায়ী বশির আহমদ এর বসতঘর হতে ১,২০,০০০ পিস ইয়াবা (মাদক) উদ্ধার
জাগ্রত চট্টগ্রাম নিউজ ডেস্কঃ কুখ্যাত মাদক ব্যবসায়ী বশির আহমদ এর বসতঘর হতে ১,২০,০০০ পিস ইয়াবা (মাদক) উদ্ধার।গত ০৮/০৩/২০২১ খ্রিঃ তারিখ ২১:১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন উত্তর নয়াপাড়া, পিএম খালী এলাকার আব্দুল গফ্ফার পিতা-মৃত সামছুল আলম এর বাসায় অভিযান পরিচালনা করেন। তার বাসার ভারাটিয়া মাদক ব্যবসায়ী বশির আহমদ(৩৮), পিতা-মৃত গোলাম শরিফ, সাং জারুলিয়া ছড়ি উপর পাড়া, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এর কক্ষ হইতে ১,২০,০০০ পিস ইয়াবা (মাদক) উদ্ধার করে স্থানীয় জনগন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে গণনা করে জব্দ করা হয়।
অভিযান করার পূর্বেই পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী পালিয়ে যায়।
পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।