কুতুপালং থেকে অজ্ঞাত রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

0 ২১৩

এইচ.কে রফিক উদ্দিনঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ। রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে এই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে রোহিঙ্গা। স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের লোকজন একটি জমিতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!