নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি)পুরাতন রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মো. আরশাদ(৪০),কাজী মো. কায়ছার(৩৬)ও মো. আরমান উদ্দিন(২২)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নেজাম উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।