![](https://www.dainikjagrotochattogram.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজ ১৩এপ্রিল,বুধবার বিকাল ৫টার দিকে হাজারী গলি কালী পদ বাবু বাড়ির ৪তলায় এঘটনা ঘটে।নিহত প্রান্তিকা দাশ ওই এলাকার অনিক দাশের স্ত্রী।পাঁচলাইশ থানার পরিদর্শক(তদন্ত)ছাদেকুর রহমান বলেন, গলায় ফাঁস খেয়ে আহত অবস্থায় প্রান্তিকা দাশ নামে এক গৃহবধুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেকে)হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন।কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই)মো. ইকবাল হোসেন ভূঁইয়া সিটিজি নিউজকে বলেন,‘স্বামীর সাথে অভিমান করে প্রান্তিকা দাশ আত্মহত্যা করেছে।আমি ঘটনাস্থলে আছি।’