খাগড়াছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উদযাপন

0 ২১৪

মনির উদ্দিন মুন্না,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। আজ ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব দিদারুল আলম দিদার,জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের সদস্য অপু ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী এবং আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। জন্মদিনের শুভেচ্ছা এবং উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশে ছড়িয়ে পরার কথা ব্যক্ত করেছেন সকল নেতা কর্মীরা। সাংগঠনিক সম্পাদক জনাব দিদারুল আলম দিদার বলেন, এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, এবং স্বাধীন বাংলাদেশকে একটি উন্নয়নের দেশ ও ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমাদের উপহার দিচ্ছেন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সেই মহান নেত্রীর শুভ জন্মদিন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!