পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই চাকমা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এদের একজনের নাম আলোপম চাকমা(৪৭) এবং আরেক জনের নাম প্রিতিময় চাকমা(৪৮)।বুধবার(২৬ জুলাই)সকাল সাড়ে ৭টার দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।প্রাথমিকভাবে ধারনা করা হয় মঙ্গলবার রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়।