চকরিয়া উপজেলার খুটাখালীতে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ইউপি সদস্য ছলিম উল্লাহ’র হ্যাট্রিক জয়ে এলাকায় খুশির জোয়ার বইছে।
উৎসব মুখর পরিবেশে উত্তর মেদাকচ্ছপিয়া কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরে ভোটাররাও বেশ আনন্দিত।
স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হওয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের
ছলিম উল্লাহ তালা প্রতীক নিয়ে ৭৫৮ ভোট পেয়ে তৃতীয়বারের মত জগগণের রায়ে ইউপি সদস্য নির্বাচিত হন।
এ বিষয়ে ছলিম উল্লাহ জানান, সাধারণ ভোটারদের ভালোবাসায় টানা তৃতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ভোটারসহ এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুখে-দুঃখে আমি সবসময় এলাকাবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ্।
তিনি বলেন, গত দু’বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছি। টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া তারই প্রমাণ। সামনের দিনেও সাধারণ মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, সরকারী সকল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করেছি। তাই ভোটারটা আবারও আমাকে ইউপি সদস্য নির্বাচিত করেছে। আমি তাদের সে ভালোবাসার দাম দেয়ার চেষ্টা করবো।
উল্লেখ্যঃ নবনির্বাচিত মেম্বার ছলিম উল্লাহ টানা তিনবার মেম্বার নির্বাচিত হওয়ায় চকরিয়া ইউএনও-ওসি সহ সাধারন মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।