খুটাখালীতে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবায় উঠান বৈঠক

0 ১০৮,২৭৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।২২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে খুটাখালী উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে অনুষ্টিত বৈঠকে জনগণের দোরগড়ায় পল্লী বিদ্যুতের উত্তম গ্রাহকসেবা আর সমস্যা সমাধানে গ্রাহকদের মেলায় পরিণত হয়। সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উন্নয়ন কর্মসূচী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সফল বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীনের কঠোর নেতৃত্বে দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম ও নিবিড় তত্বাবধানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফসল বাংলাদেশের সকল উপজেলায় শতভাগ বিদ্যুত পৌঁছে দেয়া সম্ভব ও ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে। এমনকি কৃষি, সেচ, শিল্প, ব্যবসা, বানিজ্য, হাঁস-মুরগীর খামার, মৎস্য খামার সর্বত্র বিদ্যুত পৌঁছে দেয়ার কারণে উন্নয়নের প্রতিফলন ঘটেছে। যার কারনে ডিজিটাল বাংলাদেশ গড়তে পল্লীবিদ্যুতের ভূমিকা ও অবদান সবার উপরে স্ব-মহিমায় অবস্থান করছে। শরিফ উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠোনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও অনুষ্টানের সভাপতি মোঃ আক্তারুজ্জামান লস্কর।
তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত” এই কালজয়ী উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দোকান-পাট, কল-কারখানা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, লবণ-মৎস্য শিল্প ইত্যাদি সকল ক্ষেত্রে দেশকে সামাজিক ও আর্থিকভাবে উন্নতি ও শক্তিশালী করায় অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উদ্যোগ “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” কর্মসূচীর সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ পল্লীবিদ্য্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ জানান। অনুষ্টানে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দেয়ার কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পেয়েছে। পড়াশুনায় আগ্রহ ও মান বৃদ্ধি পেয়েছে। স্কুলে ল্যাপটপের মাধ্যমে আইসিটি শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে, প্রচন্ড গরমের মধ্যেও ফ্যানের সাহায্যে শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে। মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও অন-লাইনে শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে। তাই পল্লী বিদ্যুৎ নিয়ে আমরা খুব খুশি। সবসময় আমাদের বিদ্যুৎ থাকে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আক্তারুজ্জামান লস্করের পরিচালনায় অনুষ্টানে খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাবেক মেম্বার অলি আহমদ, মেম্বার আবদুল আউয়াল, মেম্বার নাছির উদ্দীন, মেম্বার নুর মোহাম্মদ পেটান, হাফেজ নুরুল আবছার, মাওলানা রশিদ আহমদ, মনিরুল হক ভুট্রো, শিক্ষিকা ফারজানা রব্বানি নাজমা ও ক্ষুদ্র প্রতিষ্টানের গ্রাহক কায়ছার সোহাগ নানা দাবী নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন, বিশেষ অতিথির মধ্যে যুগ্ম সচিব মোঃ আহসানুর রহমান হাবিব, সমিতির ব্যবস্থাপনা সদস্য মুহাম্মদ মতিউর রহমান, নির্বাহী পরিচালক খালেদা পারভিন ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি হায়দর আলী বক্তব্য রাখেন।
এসময় খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা, ডা. ফজলুল কবির, খুটাখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শাহাব উদ্দীন, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক, সহ সভাপতি সাঈদ মু. শাহজালাল, পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন ছোটন রাজা, মেম্বার ছৈয়দ হোছাইন, নারী মেম্বার পারভীন আক্তার, রাজিয়া বেগম, পল্লী বিদ্যুৎ সমিতি কক্সবাজারের এমএস রাকিব আলম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন মুন্সি, ঈদগাঁও ডিজিএম রুপম কুমার ভর্ট্রাচার্য, চকরিয়া ডিজিএম সাদিকুল ইসলাম, এজিএম রাজা ঘোষ, উপজেলার একাধিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন,আমরা সব সময় বিদ্যুত পাই, কোন কারণে কখনো বিদ্যুত চলে গেলে আমরা মোবাইল ফোনে অভিযোগ করার সাথে সাথে দুর্যোগে আলোর গেরিলা টিম সাথে সাথে এসে আমাদের বিদ্যুৎ লাইন ঠিক করে দেয়। আমাদেরকে নিরবচ্ছিন্নভাবে দুর্যোগে আলোর গেরিলা টিম দ্রুত বিদ্যুত সেবা দিচ্ছেন। ঘরে ঘরে পল্লী বিদ্যুত দিয়ে দেশের আর্থিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য,শিল্প কারখানা, মৎস্য শিল্প, কুটির শিল্প, কৃষি ইত্যাদি সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!