খুটাখালী বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

0 ২৪৮

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ চকরিয়া উপজেলার খুটাখালী বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রধান সড়ক, বিভিন্ন মার্কেট ও বাজারের গুরুত্বপুর্ন পয়েন্টে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

১০ জুলাই ( শুক্রবার) সকালে খুটাখালী বাজার পরিচালনা কমিটির অর্থায়নে তৈরী ডাষ্টবিন গুরুত্বপুর্ন বিভিন্ন পয়েন্টে বসিয়ে উদ্বোধন করেন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বেলাল উদ্দীন।

খুটাখালী বাজারের জনসচেতনতা বৃদ্ধিতে, যেখানে সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে আবর্জনা ফেলার জন্য তিনি ব্যবসায়ীসহ সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, পরিস্কার- পরিচ্ছন্নতা থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

সবাই নিজ নিজ ব্যবসা প্রতিষ্টানের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিন ফেলুন।বাজারের পরিবেশকে দূষন মুক্ত করতে সহায়তা করুন।বর্তমান সময়ে হাজার হাজার মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে, আপনার ব্যবসা প্রতিষ্টানসহ আশে পাশের ময়লা আর্বজনা ডাস্টবিনে ফেলুন।

এসময় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সদস্য শীষ মুহাম্মদ রাশেল, শাহাব উদ্দীন, নুরুল হুদা টিটু, ব্যবসায়ী বদিউল আলম বকুল,মুসলেম উদ্দীন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!