খুলনা বটিয়াঘাটার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্হাপক শুভেন্দু ঘোষের বিরুদ্ধে প্রেসক্লাবে সংবাদ সন্মেলন
বিশেষ প্রতিনিধি খুলনা: বটিয়াঘাটা উপজেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খাবার প্রকল্পের সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্হাপক শুভেন্দু ঘোষের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন সমিতির ম্যানেজার ও সভাপতি,বিভিন্ন অনিয়মের কারণ দেখিয়ে সংবাদ সন্মেলন করেন। মঙ্গলবার বেলা ১২ টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্দর মহল গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার ও সুরখালী ইউনিয়ন আ’লীগ নেতা আসাদুজ্জামান শেখ। এসময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার ও সুরখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি বুলবুল হোসেন বিপ্লব, সভাপতি অমিত রায় তপু,যুবলীগ নেতা ও সমিতির ম্যানেজার শেখ সোলাইমান, সমিতির ম্যানেজার অমৃত মন্ডল, ম্যানেজার বিএম মাসুদ রানা, মোঃ আঃ খালেক হোসেন, মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান, মানবধিকার নেতা সরদার হাফিজুর রহমান প্রমুখ। সংবাদ সন্মেলনে জানাগেছে,শাখা ব্যাবস্হাপক হিসেবে শুভেন্দু ঘোষ যোগাযোগ করার পর থেকে বিভিন্ন ম্যানেজার,সভাপতি এমনকি সদস্যদের সঙ্গে অফিসে বসে বসে বিভিন্ন ধরনের গালিগালাজ, খারাপ ব্যবহার তার নিত্য দিনের সঙ্গী। তার খারাপ ব্যবহারের কারণে অনেক সদস্য সঞ্চয়ের টাকা ফেরত নিয়ে বিভিন্ন এনজিওর সদস্য হয়েছে, এমনকি তার অফিসের লোকদের সাথেও খারাপ ব্যবহার অনেক সদস্য উপলব্ধি করেছেন। তার ব্যবহার দেখে মনে হয় প্রধান মন্ত্রীর স্বপ্ন ধুলায় মেশানোর পরিকল্পনা নিয়ে তিনি বটিয়াঘাটায় এসেছেন। তিনি অফিসে আসে দেরিতে এবং অফিস ছুটি হওয়ার আগেই বাড়িতে চলে যান। প্রকল্পের মোটরসাইকেলটি নিজেই বাড়িতে আশা যাওয়ার কাজে ব্যবহার করে থাকেন। নিয়ম রয়েছে শাখা ব্যবস্হাপক ষ্টেশনেই থাকতে হবে কিন্তু তিনি কয়েক কিলোমিটার দুরে অন্য উপজেলাতে থাকে। ম্যানেজার ও সভাপতিদের অনারিয়ামের টাকা সময় মতো না দিয়ে ঐ কোটি টাকার ব্যাংক সুদ তিনি নিজেই আত্নসাৎ করেন। এসকল বিভিন্ন অনিয়মের কারণে প্রধান মন্ত্রীর এই প্রতিষ্টানের প্রতি দিন দিন মানুষের আস্থা হারাচ্ছে। সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ দুর্নিতীবাজ শাখা ব্যবস্হাপক কর্মকর্তার অপসারণের জোর দাবি জানান অন্যথায় তারা সমিতি থেকে সঞ্চয়ের টাকা উত্তোলন করে অন্য এনজিও জেতে বাধ্য হবেন।