কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
তিনি পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী গ্রামের মরহুম আবদু রশিদের পুত্র, বিদ্যালয়ের প্রতিষ্টাতা আবু তাহের হেলালী ও ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেবের পিতা।
গত ৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, অভিভাবক সদস্য মাওলানা নুরুল হুদা ও শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম।
উক্ত এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে বলা হয়েছে।