নেয়ামত উল্লাহ রিয়াদঃ চট্টগ্রামের মুনছুরাবাদ এলাকায় র্যাব-৭ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ আটক করছে র্যাব-৭।অপারেশন পরিচালনা করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট পলাশ বসু এবং “মেজর শহিদ সহ র্যাব-৭ গোপন সংবাদের বিত্তিতে এ অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট পলাশ বসু।তিনি বলেন দীর্ঘ দিন ধরে এরা এসব যৌন উত্তেজনাক ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে যা মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকারক।
অভিযানে খবর পেয়ে তারা আগেই পালিয়ে যায় ঘটনা স্থল থেকে কাউকে আটক করতে পার।
তবে বিপুল পরিমাণ যৌন উত্তেনাক ট্যাবলেট ঔষধ জব্দ করেছে র্যাব-৭।এ সময় র্যাব এর নির্বাহী ম্যাজিষ্টেট পলাশ বসু বলেন তাদের আরো চট্টগ্রামে বেশ কিছু শাখা আছে আমারা ওইসব শাখা গুলোতেও অভিযান পরিচালনা করবো।