নেয়ামত উল্লাহ রিয়াদ: ফটিকছড়িতে ফকির আহমেদ (৩৫)নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইদ্দাখোলা খালে থেকে লাশটি উদ্ধার করা হয় সে কাঞ্চননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া এলাকার মোঃ এজাহার মিয়ার পুত্র।নিহতের গলাকাটা ও নাড়িভুঁড়ি বের করা অবস্থায় এলাকাবাসীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে থানায় আসে। এলাকাবাসীর ধারণা ফকির আহমেদকে গলা কেটে হত্যা করে নাড়িভুঁড়ি বের করে খালে ফেলে দেয়। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা কেউ নিশ্চিত হতে পারেনি।এলাকাবাসীরা জানায় ১০-১২ বছর আগে সে বিদেশ যায়।বিদেশ যাওয়ার এক মাসের মাথায় দেশে ফিরলেও বাড়ী ফিরেনি।৫-৬ বছর পরিবারের অজান্তে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে বিয়ে করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার বউসহ পরিবারে ফিরে আসেন।সংসারে তার দুই কন্যা সন্তান রয়েছে। বাড়ীর কাঞ্চননগর চৌমহনী এলাকায় হলেও তারা পাহাড়ে (খামারে) বসবাস করতেন।খামারে পরিবারসহ বসবাস করলেও কিছুদিন আগে তাদের মা বাবা তাদের বাড়ী চৌহমনী নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে। সে খামারে বসবাস করতেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখন ও ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি।এ ব্যাপারে,ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি