নেয়ামত উল্লাহ রিয়াদ,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া জমিদার পাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,উপজেলার পাইন্দং বৃন্দাবনহাট এলাকার জামাল উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (৩৮ ) সাথে বিয়ে হয় হাপানিয়া গ্রামের জমিদার পাড়ার জনৈক মৃত দেলোয়ারের পুত্র মোঃ সেলিম উদ্দিন প্রকাশ টুনা’র সাথে। তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। গত ১২অক্টোবর রাতে স্বামী মোঃ সেলিম প্রকাশ টুনা ( ৪৫) পারিবারিক কলহের জের ধরে খাদিজাকে লাথি মেরে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা জামাল উদ্দিন। নিহতের বড় মেয়ে রুমি আক্তার অভিযোগ করেন বলেন,”আমার আম্মু কে লাথি মেরে আমার আব্বু হত্যা করেছে”। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত গৃহবধূর স্বামী একজন মাদক সেবী প্রায় সময় পারিবারিক ঝামেলা সৃষ্টি করে স্ত্রীকে প্রহার করত। এ নিয়ে আগে অনেক শালিশ হয়েছে। কিন্তু তাকে ঠিক করা যায়নি। ঘটনার পর খাদিজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। নিহতের পিতা জামাল উদ্দিন বলেন সে আমার মেয়েকে হত্যা করেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই। এই বিষয়ে জানতে স্হানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন,আমি ঘটনা স্থলে যায়নি,তবে প্রথমে খাদিজা আত্নহত্যা করেছে বলে শুনেছি।আবার পরে হত্যা করেছে বলে শুনতেছি। ভুজপুর থানা ওসি শেখ আবদুল্লাহ বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে ১৩ অক্টোবর সন্ধ্যায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর যদি আত্নহত্যা না হয়ে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভুজপুর থানার (ওসি) শেখ আব্দুল্লাহ।