চট্টগ্রামের সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচী পালন।

0 ৮০,২১৫

চট্টগ্রামের সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ২৬  মার্চ স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে ।

 

২৬ মার্চ সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল রায় স্বাধীন।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়  পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,পৌরসভা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা  জাহানারা বেগম, সহকারী শিক্ষিকা দিপংকরি পাল,অভিবাবক ও সমাজ সেবিকা পলি রানী নাথ প্রমুখ।  সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা সিদরাতুল মুনতাহা প্রিয়া।

 

সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর পক্ষে সেই  স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।এভাবে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর  বাংলাদেশ স্বাধীন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!