চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের উদ্যেগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বীর চট্টলার কৃতি সন্তান ডাঃ জামাল উদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন,সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের চেয়ারম্যান ডাঃ আফরোজা তালুকদার।
সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশারফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের সকল কর্মচারী,কর্মকর্তাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।