আব্দুল করিম,চট্টগ্রামঃ চট্রগ্রাম গরের কোতোয়ালীর স্টেশন রোড এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এসময় মো. মফিজ (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়।মো. মফিজ নোয়াখালী জেলার মৃত নূর মোহাম্মদের ছেলে।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার স্টেশন রোড এলাকার একটি ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এসময় ওই তলার একটি বাসায় ৩ দশমিক ৬৯ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এসময় র্যাব সদস্যরা মফিজ নামে এক চোরাকারবারীকে আটক করে।