চট্টগ্রাম আকবরশা থানা এলাকা বেড়িবাঁধে ঝোপের মধ্যে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

0 ২৭৩

নাসির উদ্দিন,চট্টগ্রামঃ চট্টগ্রাম আকবরশা থানা এলাকা ঈশান মহাজন রোড এবং রাজামেহার ব্রিকফিল্ডের মাঝামাঝি বেড়িবাঁধের পাশে ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ১৮-২০ বছর বয়সী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে আকবরশাহ থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকাল ৫:৪০ মিনিটের দিকে অজ্ঞাত লাশটি দখতে পান এবং আকবরশাহ থানায় খবর দেন। পরে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান স্বাধীন টিভি কে জানায় “আমরা বিকাল ৫:৪৫ মিনিটে স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ১৮-২০ বছর বয়সী এক তরুণীর লাশ হাত বাঁধা অবস্থায় পায় এবং লাশটি উদ্ধার করি, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!